বাসস ক্রীড়া-১০ : ব্যাটসম্যানদের অবশ্যই বোলারদের সাহায্য করতে হবে : রাহানে

312

বাসস ক্রীড়া-১০
রাহানে-ব্যাটসম্যান
ব্যাটসম্যানদের অবশ্যই বোলারদের সাহায্য করতে হবে : রাহানে
মেলবোর্ন, ২৪ ডিসেম্বর ২০১৮(বাসস): স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন দেশের বাইরে আরো ধারাবাকিভাবে ম্যাচ জিতে হলে লংগার ভার্সনের শীর্ষ দল ভারতীয় ব্যাটসম্যানদের অবশ্যই ভাল করতে হবে এবং বোলারদের সাহায্য করতে হবে।
সর্বশেষ ২০১২ সালের শেষ দিকে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারা ভারত ব্যাটসম্যানদের কাছ থেকে সহায়তা না পাওয়ায় এ বছর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে পরাজিত হয়েছে।
অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই টেস্ট ভারতের উদ্বোধনী জুটিতে বেশ সমস্যা দেখা গেছে এবং টপ অর্ডারে ভাল রান না পাওয়ায় মিডল অর্ডারে বেশি চাপ পড়েছে।
দুই হাফ সেঞ্চুরিসহ চার ইনিংসে ১৬৪ রান করা রাহানে বুধবার শুরু হওয়া তৃতীয় টেস্টে আগে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই ব্যাটসম্যানদের জেগে উঠতে হবে।’
তিনি বলেন, ‘আমরা ব্যাটিং ইউনিটের কথা বলি তখন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষ করে বিদেশের মাটিতে খেলতে নামি, দক্ষিণ আফ্রিকা সফর থেকে আমাদের বোলাররা ২০ উইকেট শিকার করছেন। সুতরাং ব্যাটসম্যানরা বোলারদের সাহায্য করলে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে।’
এডিলেডে জয় পাওয়া ম্যাচে কঠিন পিচে ভারত দুই নিংসে যথাক্রমে ২৫০ ও ৩০৭ রান করেছে। কিন্তু পার্থে তারা ব্যর্থ হয়েছে। ২-০ ব্যাবধানে এগিয়ে যাওয়ার ম্যাচে ২৮৭ রানের লক্ষ্যে খেরতে নেমে দ্বিতীয় ইনিঙসে মাত্র ১৪০ রানে গুটিয়ে গেছে ভারতীয় দলটি।
ক্যারিয়ারে এ পর্যন্ত ৫৪ টেস্ট খেলা রাহানে বলেন নিজের হাফ সেঞ্চুরিগুলোকে তিনি সেঞ্চুিুরতে পরিনত করতে এবং ব্যাট হাতে আরো বেশি অবদান রাখতে সক্ষম।
তিনি বলেন, ‘এটা (সেঞ্চুরি) আসবেই। এডিলেড থেকে যেভাবে ব্যাটিং করছি তাতে সামনের ম্যাচে সেঞ্চুরি করার বিষয়ে আমি নিশ্চিত।’
‘আমার মনে হয় আমি ডাবল সেঞ্চুরি পেতে পারি তবে এটা চিন্তা করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যেভাবে ব্যাটিং করছি সেটা অব্যাহত রাখা। আমি যদি কন্ডিশন যথার্থভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী ব্যাটিং করতে পারি সেটাই দলের জন্য ভাল হবে। ব্যক্তিগত পারফরমেন্স পরবর্তীতে আসতে পারে।’
বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দল তিন বিশ্রাম পেয়েছে এবং রাহানে বলেন তারা নতুন করে শুরু করতে চায়।
৩০ বছর বয়সী রাহানে বলেন, ‘আমরা এখন দুই টেস্টের সিরিজ বিবেচনা করে সামনে এগোতে চাই। প্রথম টেস্টের পর আমরা একটা বিশ্রাম পেয়েছি। অনেক বেশি টেস্ট খেললে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’
‘বিরতি ভাল-খারাপ দু’টিই হতে পারে। তবে আমাদের দলের জন্য এটা ভাল এবং মেলবোর্ন টেস্টে আমাদের নতুন করে শুরু করতে হবে।’
বাসস/স্বব/১৯১৫/মোজা/এমএইচসি