কুড়িগ্রামে ভেজাল বিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

638

বাজিস-৫
কুিড়গ্রাম- জরিমানা
কুড়িগ্রামে ভেজাল বিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
কুড়িগ্রাম, ২৮ মে, ২০১৮ (বাসস) : জেলার নাগেশ^রী উপজেলা শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা প্রদান করে।
কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করার অভিযোগে সারদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, চম্পা স্টোরকে মেয়াদ, উৎপাদনের তারিখ ও খুচরা মূল্য না থাকায় ৫ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় ভাই ভাই হোটেল ও প্রিয়াংকা সুইটসকে ১ হাজার করে ২ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিংকালে জেলা মার্কেটিং অফিসার নাসির উদ্দিন, নাগেশ^রী উপজেলা সেনিটারী অফিসার জহুরুল ইসলাম ও নাগেশ^রী থানা পুলিশের একটি দল অংশ্রহণ করে।
বাসস/সংবাদদাতা/১৭৩১/মরপা