বাসস বিদেশ-২ : টোঙ্গা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

351

বাসস বিদেশ-২
টোঙ্গা-ভূমিকম্প
টোঙ্গা উপকূলে শক্তিশালী ভূমিকম্প
সিডনী, ২৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা উপকূলের অদূরে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোঙ্গার রাজধানী নুকু’আলেফার প্রায় ৮৫ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১শ’ কিলোমিটার গভীরে। খবর এএফপি’র।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পজনিত কারণে সুনামির কোন হুমকি নেই।
বাসস/ কেএআর/১০১৫/এমএজেড