বাসস দেশ-২৩ : আগামী নির্বাচনে বিজয়ের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : কামরুল ইসলাম

599

বাসস দেশ-২৩
খাদ্যমন্ত্রী-সভা
আগামী নির্বাচনে বিজয়ের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : কামরুল ইসলাম
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি বিজয় অর্জনের মধ্যদিয়ে দেশকে আরো এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ নতুন করে এগিয়ে যাচ্ছে। আমাদের এ উন্নয়নের ধারা ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের স্বার্থে আমরা সবাই আজ ঐক্যবদ্ধ।
খাদ্রমন্ত্রী শুক্রবার বিকেলে হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা-২ আসনের সংসদ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির হযরতপুর ইউনিয়ন শাখা আয়োজিত এ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ।
ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির হযরতপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক হাজী মো.আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু, যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশে অশান্তি তৈরির পায়তারায় লিপ্ত রয়েছে। তারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার নামে অশান্তি তৈরির চক্রান্ত করছেন।
এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে যারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করেছে আজ নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তিই মাঠে নেমেছে। তারা রাজনীতিকে দুষিত করার চেষ্টা করছে।
তিনি নির্বাচনের আনন্দঘন পরিবেশকে যারা বাধাগ্রস্থ করবে তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২২১০/এইচএন