বাসস দেশ-১৮ : স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী জনগণের প্রতিনিধি হতে পারে না : মুজিবুল হক

271

বাসস দেশ-১৮
মুজিবুল-গণসংযোগ
স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী জনগণের প্রতিনিধি হতে পারে না : মুজিবুল হক
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী জনগণের প্রতিনিধি হতে পারে না। জনগণের সাথে তাদের কোন প্রকার সম্পর্ক নেই।
আজ সকাল থেকে দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক বলেন, বিএনপি-জামায়াতের আমলে চৌদ্দগ্রাম ছিলো সন্ত্রাসীদের জনপদ। চৌদ্দগ্রামের মানুষ জামায়াত-শিবিরের হাতে জিম্মি ছিলো। সস্ত্রাসীদের অত্যাচারে সে সময় সাধারণ মানুষ কোনদিন শান্তিতে বাড়ি ঘরে থাকতে পারতো না। সে সময় আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। যা চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষ কোনদিন ভুলবে না। এদের অত্যাচার থেকে রক্ষা পেতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে নৌকা প্রতিকের প্রার্থী মুজিবুল হক কে ভোট দিয়ে নির্বাচিত করে।
পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁঞা হাসান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, পৌরসভা মেয়র মিজানুর রহমান প্রমুখ।
বাসস/সবি/এমএআর/১৯২২/কেজিএ