বাসস ক্রীড়া-১৯ : আবাহনীকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে নবাগত বসুন্ধরা

542

বাসস ক্রীড়া-১৯
ফুটবল-স্বাধীনতা কাপ
আবাহনীকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে নবাগত বসুন্ধরা
ঢাকা, ২০ ডিসেম্বর ২০১৮ (বাসস) : টাইব্রেকারে শক্তিশালী ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নবাগত ফুটবল পরাশক্তি বসুন্ধরা কিংস।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় সেমি ফাইনালে টাইব্রেকারে ৭-৬ গোলে আবাহনীকে পরাজিত করে বসুন্ধরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় ফলাফল নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
এই জয়ের ফলে ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের মোকাবেলা করবে বসুন্ধরা। আগামী ২৬ ডিসেম্বর একই মাঠে অনুষ্টিত হবে ম্যাচটি।
আজ অনুষ্ঠিত ম্যাচের ৬৯তম মিনিটে মতিন মিয়ার গোলে এগিয়ে যায় বসুন্ধরা (১-০)। তবে শেষ বাঁশি বাজার আট মিনিট আগে বেলফোর্ট গোল করে সমতা ফিরিয়ে দেয় আবাহনীকে (১-১)। অতিরিক্ত সময়েও কোন গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ময়দানী লড়াই। যে কারণে ম্যাচের বিজয়ী নির্ধারণের জন্য টাইব্রেকারে যেতে হয় রেফারিকে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দল দুটির মধ্যে। প্রথম ৫ গোলের স্পট কিকে কেউ কাউকে হারাতে পারেনি। সমতায় থাকে ৫-৫ গোলে। পরে সাডেন ডেথ পদ্ধতিতে নির্ধারিত হয় জয় পরাজয়। ৭-৬ গোলে জয়লাভ করে বসুন্ধরা।
এর আগে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট লাভ করেছে শেখ রাসেল।
বাসস/এমএইচসি/২১২০/এবিএইচ