দ. সুদানের প্রতিরক্ষমন্ত্রীসহ ৬ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করার আহবান যুক্তরাষ্ট্রের

314

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৮ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ সুদানের যুদ্ধকে উস্কে দেয়া এবং ত্রাণ কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দেশটির প্রতিরক্ষামন্ত্রীসহ ছয়জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে। রোববার এএফপি’র হাতে পাওয়া এক খসড়া প্রস্তাবে একথা বলা হয়েছে।
বৃহস্পতিবারের একটি নির্ধারিত বৈঠকে এ খসড়া প্রস্তাব গৃহীত হলে বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে দক্ষিণ সুদানের এ ছয় নাগরিককে কালো তালিকাভুক্ত এবং তাদের সম্পদ জব্দ করা হবে। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট সালভা কির সরকারের ব্যাপারে ওয়াশিংটনের ক্রমবর্ধমান হতাশার প্রেক্ষাপটে মার্কিন নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতায় ২০১১ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।