বাসস প্রধানমন্ত্রী-৪ (প্রথম কিস্তি) : ভুয়া ব্যালট পেপার ছাপানো ও টাকা ছড়ানোর জন্য বিএনপি’কে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী

555

বাসস প্রধানমন্ত্রী-৪ (প্রথম কিস্তি)
শেখ হাসিনা-সমাবেশ-ভিডিও কনফারেন্স
ভুয়া ব্যালট পেপার ছাপানো ও টাকা ছড়ানোর জন্য বিএনপি’কে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ নির্বাচনে বিজয়ী হতে ভুয়া ব্যালট পেপার ছাপানো ও টাকা ছড়ানোর জন্য বিএনপি’কে অভিযুক্ত করেছেন এবং দলীয় নেতা-কর্মিসহ সকলকে ষড়যন্ত্রকারীদের (বিএনপি) সম্পর্কে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভোটে জেতার জন্য বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে এবং টাকা ছড়াচ্ছে। তাই আমি আপনাদের বলতে চাই কোথায় এবং কোন কোন ছাপাখানাগুলো এ ধরনের ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে, তা খুঁজে বের করুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে তাঁর বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম এবং পিরোজপুর জেলায় দলের নির্বাচনী সমাবেশে বক্তব্যদানকালে এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, লন্ডন থেকে বিএনপি নেতা পরিকল্পনা করছেন, অন্যদিকে তার সহযোগিরা নির্বাচনে বিজয়ী হতে এখানে ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে কোন সন্দেহ নাই যে, তাদের একটি খারাপ পরিকল্পনা আছে’।
শেখ হাসিনা বলেন, বিএনপি এখন নিজেদের কার্যালয় ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামী লীগকে দোষারোপ করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, তারা যাতে আবারও সন্ত্রাসী কর্মকান্ড চালাতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ‘জনগণকে এটা প্রতিরোধ করতে হবে এবং তাদের (বিএনপি) ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।’
প্রধানমন্ত্রী বলেন, জনগণ আগামী ৩০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে চায়। তিনি বলেন, ‘অন্যদিকে বিএনপি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে চায়। কিন্তু সবাই যদি সতর্ক থাকে তাহলে তাদের ষড়যন্ত্র সফল হবে না।’
চলবে/বাসস/এসএইচ/অনু-এমকে/২১১০/কেএমকে