জয়পুরহাটে ১৮ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

380

জয়পুরহাট, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলার কালাই উপজেলাকে শতভাগ নিরক্ষর মুক্ত করার লক্ষ্য নিয়ে মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীন পাঠদান কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার আঁওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক যোগে কালাই উপজেলার ৩০০টি সেন্টারে ১৫ থেকে ৪৫ বছর বয়সী ১৮ হাজার নারী ও পরুষ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. আফাজ উদ্দিন।
জেলার বেসরকারি উন্নয়ন সংগঠন উপমা সমাজ উন্নয়ন সংস্থা কালাই উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ওই কর্মসূচি বাস্তবায়ন করছে। কালাই উপজেলাকে শতভাগ নিরক্ষর মুক্ত করার লক্ষ্যে মৌলিক সাক্ষরতা বিষয়ে এক আলোচনা সভা আঁওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এ এইচ এম রবিউল করিম, উপজেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রোগ্রাম অফিসার মো. আহসান হাবীব প্রমুখ। দেশকে শতভাগ নিরক্ষর মুক্ত করার লক্ষ্য নিয়ে মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীন বর্তমান সরকার বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করছে বলে জানান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এ এইচ এম রবিউল করিম।