টি-২০তে তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি হোপের

202

সিলেট, ১৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : টি-২০ ক্রিকেট তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি ওপেনার শাই হোপ। সিলেটে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। টি-২০ ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি। ৩টি চার ও ৬টি ছক্কায় ২৩ বলে ৫৫ রান করেন হোপ।
টি-২০ ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ভারতের যুবরাজ সিং-এর। ডারবানে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে হাফ-সেঞ্চুরি করেন যুবরাজ। শেষ পর্যন্ত ৩টি চার ও ৭টি ছক্কায় মাত্র ১৬ বলে ৫৮ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ।
ছোট ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি রয়েছে নিউজিল্যান্ডের কলিন মুনরোর। ২০১৬ সালে অকল্যান্ডে শ্রীলংকার বিপক্ষে ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন মুনরো।