সালাহ’র দ্রুত সুস্থতা কামনা করলেন রামোস

659

কিয়েভ, ২৭ মে ২০১৮ (বাসস) : চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের একাধিক তারকাকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছিলেন লিভারপুলের এবারের মৌসুমের সুপারস্টার মোহাম্মদ সালাহ। কিন্তু কাঁধের ইনজুরিতে পড়ে ফাইনাল ম্যাচে কাল মাত্র ৩০ মিনিট মাঠে ছিলেন এই মিশরীয় তারকা। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সাথে চ্যালেঞ্জে সালাহ বাম কাঁধে আঘাত পান। ফাইনাল শেষে সালাহ’র জন্য শুভকামনা জানিয়েছেন রামোস।
শনিবার কিয়েভে মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে স্বপ্ন ভঙ্গ হয় লিভারপুলের। সেই সাথে সালাহ’র ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে অল রেডদের। মিশরীয় ফুটবল এসোসিয়েশনের সূত্র মতে ২৫ বছর বয়সী সালাহ’র কাঁধে লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। আর সে কারনে বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ম্যাচ শেষে সালাহ’র জন্য সমবেদনা জানিয়ে রামোস টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অনেক সময় ফুটবল তোমাকে ভাল দিক দেখাবে, আবার কোন সময় খারাপ দিক। সর্বোপরী আমরা সবাই সতীর্থ। দ্রুত সুস্থ হয়ে উঠো সালাহ, ভবিষ্যত তোমার জন্য অপেক্ষা করছে।’