সর্বোচ্চ উইকেট মিরাজ-মাশরাফির

164

সিলেট, ১৫ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন স্বাগতিক বাংলাদেশ দলের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
৩ ম্যাচের ৩ ইনিংসে সমান ৬টি করে উইকেট শিকার করেছেন মিরাজ ও মাশরাফি। মিরাজ ৯৮ ও মাশরাফি ১১৬ রান দেন। এর আগে টেস্ট সিরিজেও সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন মিরাজ। বড় ফরম্যাটের লড়াইয়ে ১৫ উইকেট নেন মিরাজ।
ওয়ানডে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫ উইকেট শিকার করেন তিনি।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট ইনিংসে ৪ উইকেট ম্যাচে ৫ উইকেট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ৩ ৩ ২৯.০ ৯৮ ৬ ১ ০
মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ৩ ৩ ২৯.০ ১১৬ ৬ ০ ০
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩ ৩ ৩০.০ ১৩১ ৫ ০ ০
ওশানে টমাস (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ১৫.০ ৮৮ ৪ ০ ০
কেমো পল (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ২৫.০ ১৪৩ ৪ ০ ০