ভারতে বিষাক্ত ভাত খেয়ে ১১ জনের মৃত্যু

203

নয়াদিল্লী, ১৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস-ডেস্ক) : ভারতে হিন্দু মন্দিরে এক অনুষ্ঠানে বিষাক্ত ভাত খাওয়ার পরে ১১ জনের মৃত্যু এবং অপর ২৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে ভাতে বিষাক্ত উপাদান মিশ্রিত ছিল।
শনিবার এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপির।
গুরুতর অসুস্থ ব্যক্তিদের কর্নাটকের মাইশুর শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।
চামরাজ নগর জেলার স্বাস্থ্য কর্মকর্তা কে এইচ প্রসাদ বলেছেন, এই ঘটনায় ১১জনের মৃত্যু হয়েছে, অপর ৯৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর, তাদের ভেন্টিলেটরে রাখা হয়েছে।
প্রসাদ এএফপিকে বলেন, ভাতে বিষাক্ত উপাদান মিশ্রিত থাকতে পারে। ফরেনসিক টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে। আহতদের বমি ও ডায়রিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে।