বাংলাদেশের হয়ে দু’শতম ওয়ানডে খেলতে নামলেন মাশরাফি

168

সিলেট, ১৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের হয়ে দু’শতম ওয়ানডে খেলতে নামলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিলেটে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন ম্যাশ। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের জার্সিতে ২শ ম্যাচ খেলার রেকর্ড করলেন মাশরাফি।
অবশ্য ইতোমধ্যেই বাংলাদেশের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দু’শ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই এমন মাইলফলক স্পর্শ করেন ম্যাশ। আন্তর্জাতিক অঙ্গনে ২০০৭ সালের জুনে আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মাশরাফি। তাই বাংলাদেশের জার্সি ছাড়া ঐ দু’টি ম্যাচ তার ক্যারিয়ারে অতিরিক্ত ওয়ানডে হিসেবে অর্ন্তভুক্ত আছে।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা শীর্ষ পাঁচজন :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৮) ২০০* ১৭১৪ ২৫৫
মুশফিকুর রহিম (২০০৬-২০১৮) ১৯৭ ৫৩৩০ —
সাকিব আল হাসান (২০০৬-২০১৮) ১৯৪ ৫৫৭৭ ২৪৫
তামিম ইকবাল (২০০৭-২০১৮) ১৮৫ ৬৩৬৯ ০
মোহাম্মদ আশরাফুল (২০০১-২০১৩) ১৭৫ ৩৪৬৮ ১৮