সিলেটের অভিষেক ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

323

সিলেট, ১৪ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ওয়ানডে ফরম্যাটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এটি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। প্রথম দু’ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা রয়েছে। এ ম্যাচের বিজয়ী দল জিতে নিবে ওয়ানডে সিরিজ।
ঢাকায় দ্বিতীয় ওয়ানডে খেলা একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ব্যাটসম্যান ইমরুল কায়েস ও পেসার রুবেল হোসেনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, ফাবিয়ান অ্যালেন, কেমো পল, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।