শ্রীলংকা দলের নতুন ব্যাটিং কোচ লুইস

184

কলম্বো, ১৩ ডিসেম্বর, ২০১৮(বাসস/এএফপি) : ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় জনাথন লুইসকে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট(এসএলসি)। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার লক্ষ্যেই আজ লুইসকে নিয়োগ দেয় এসএলসি।
অস্ট্রেলিয়ার স্টিভ রিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার মাত্র কয়েক দিন পরই তাকে নিয়োগ দেয়া হলো।
নতুন দায়িত্ব গ্রহণের আগে ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের প্রধান কোচ ছিলেন ৪৩ বছর বয়সী লুইস।
ইংল্যান্ডের হয়ে ১৩টি ওয়ানডে এবং একটিমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফররত শ্রীলংকা দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এক ম্যাচের টি-২০ সিরিজ খেলবে লংকানরা।
এসএলসি প্রধান নির্বাহী এ্যাশলে ডি সিলভা জানান ২০১৯ সালের জুলাইতে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন লুইস এবং রিক্সন।