বাংলাদেশের হয়ে দু’শতম ম্যাচ খেলতে নামবেন মাশরাফি

215

সিলেট, ১৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সিলেটে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দু’শতম ম্যাচ খেলতে নামবেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে দু’শতম ম্যাচ খেলবেন মাশরাফি। অবশ্য ইতোমধ্যেই বাংলাদেশের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ২শ’ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই এমন মাইলফলক স্পর্শ করেন ম্যাশ।
ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৯৯টি ম্যাচ খেলেছেন মাশরাফি। তবে আন্তর্জাতিক অঙ্গনে তার ম্যাচের সংখ্যা ২০১। কারণ ২০০৭ সালের জুনে আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন মাশরাফি।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা শীর্ষ পাঁচজন :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৮) ১৯৯ ১৭১৪ ২৫৫
মুশফিকুর রহিম (২০০৬-২০১৮) ১৯৭ ৫৩৩০ —
সাকিব আল হাসান (২০০৬-২০১৮) ১৯৪ ৫৫৭৭ ২৪৫
তামিম ইকবাল (২০০৭-২০১৮) ১৮৫ ৬৩৬৯ ০
মোহাম্মদ আশরাফুল (২০০১-২০১৩) ১৭৫ ৩৪৬৮ ১৮

বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে মাশরাফি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নামলেই বিরল এক রেকর্ডের মালিক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডেতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন ম্যাশ।
এর মধ্যদিয়ে পেছনে পড়ে যাবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বর্তমান মাশরাফি-হাবিবুল সহাবস্থান করছেন। মাশরাফি ও হাবিবুল ৬৯টি করে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
সিলেটে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামলেই দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন মাশরাফি।
ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়করা :
খেলোয়াড় ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত
হাবিবুল বাশার (২০০৪-২০০৭) ৬৯ ২৯ ৪০ ০ ০
মাশরাফি বিন মর্তুজা (২০১০-২০১৮) ৬৯ ৩৯ ২৮ ০ ২
সাকিব আল হাসান (২০০৯-২০১৭) ৫০ ২৩ ২৬ ০ ১
মোহাম্মদ আশরাফুল (২০০৭-২০০৯) ৩৮ ৮ ৩০ ০ ০
মুশফিকুর রহিম (২০১১-২০১৪) ৩৭ ১১ ২৪ ০ ২
খালেদ মাসুদ (২০০১-২০০৬) ৩০ ৪ ২৪ ০ ২
আমিনুল ইসলাম (১৯৯৮-২০০০) ১৬ ২ ১৪ ০ ০
আকরাম খান (১৯৯৫-১৯৯৮) ১৫ ১ ১৪ ০ ০
খালেদ মাহমুদ (২০০৩-২০০৩) ১৫ ০ ১৫ ০ ০
গাজী আশরাফ (১৯৮৬-১৯৯০) ৭ ০ ৭ ০ ০
নাইমুর রহমান (২০০০-২০০১) ৪ ০ ৪ ০ ০
মিনহাজুল আবেদিন (১৯৯০-১৯৯০) ২ ০ ২ ০ ০
রাজিন সালেহ (২০০৪-২০০৪) ২ ০ ২ ০ ০