বাসস দেশ-১৫ : মিরপুর সেনানিবাসে অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন

113

বাসস দেশ-১৫
এমআইএসটি- ভিত্তিপ্রস্তর স্থাপন
মিরপুর সেনানিবাসে অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ মিরপুর সেনানিবাসে একটি অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী অফিসারদের আবাসিক সমস্যা নিরসনের লক্ষ্যে মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)তে এ অফিসার্স মেসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান সঠিক ও উন্নত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যোগ্য প্রকৌশলী তৈরী করে দেশ ও জাতি গঠনে এমআইএসটিকে কার্যকরী ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন।
এমআইএসটি সশস্ত্র বাহিনী পরিচালিত একটি প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে কিউএমজি লে. জেনারেল মো. সামছুল হক ও এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়েরসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৬৪৫/কেজিএ