কানাডার আরেক নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে চীন

221

অটোয়া, ১৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড বুধবার বলেছেন, তাদের দেশের আরেক নাগরিককে চীন জিজ্ঞাসাবাদ করছে। কানাডার সাবেক এক কূটনীতিককে আটক করা হয়েছে এ সপ্তাহের গোড়ার দিকে বেইজিং অটোয়াকে এমন কথা জানানোর পর তিনি এ জিজ্ঞাসাবাদের কথা বললেন। খবর এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার এক নাগরিককে চীনা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের ব্যাপারে আমরা অবহিত আছি।’
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।
এছাড়া তার মন্ত্রণালয় এ আটকের ব্যাপারে অবহিত হওয়ার পর থেকে কোন যোগাযোগও করতে পারেনি।
তিনি বলেন, ‘আমরা তার ব্যাপারে নিশ্চিত হতে আন্তরিকভাবে কাজ করছি এবং চীনা কর্তৃপক্ষের কাছে তার বিষয়টি আমরা উত্থাপনও করেছি।’
কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিগ বেইজিং সফরকালে গ্রেফতার হওয়ার কয়েকদিন পর দ্বিতীয় কানাডীয়কে জিজ্ঞাসাবাদের কথা জানা গেল।
কানাডার কর্মকর্তারা জানান, সোমবার ফ্যাক্সের মাধ্যমে তাদেরকে সরকারিভাবে মাইকেল কভরিগকে আটক করার বিষয়টি অবহিত করা হয়।
ফ্রিল্যান্ড বলেন, কভরিগকে আটক করায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। তারা সরাসরি চীনা কর্তৃপক্ষকে এ কথা জানিয়েছে।