মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

324

মাগুরা, ২৬ মে, ২০১৮ (বাসস) : মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্যালো ইঞ্জিনচালিত নাটা গাড়ি উল্টে ২ জন নিহত হয়েছেন। মৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার হোসেন ছেলে নুর ইসলাম (২০) ও সাজিয়াড়া গ্রামের আকতার মোল্যার ছেলে মামুন হোসেন জাফরান (২২)।

মাগুরা সদর থানার এসআই মিরাজুল ইসলাম জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি নাটা গাড়ি ইছাখাদা বাজার থেকে কাঠের খড়ি বোঝাই করে বাগবাড়ী  ইটভাটার  দিকে যাচ্ছিল। মাগুরা-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে নাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে নুর ইসলাম (২০)  নিহত হয়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত মামুন হোসেন জাফরানকে মাগুরা সদর  হাসপাতালে  আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করে। লাশ ময়না ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো  হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।