ফ্রেঞ্চ নেতৃত্বাধীন হামলায় মালি নেতার নিহত হওয়ার কথা অস্বীকার জিহাদিদের

199

নৌয়াকচট, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ফরাসী বাহিনীর গত নভেম্বরের অভিযানে মালির জিহাদি নেতা আমাদু কৌফা নিহত হয়েছেন এমন কথা আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব মঙ্গলবার অস্বীকার করেছে। মৌরিতানিয়ার বার্তা সংস্থা আলাখবার পরিবেশিত এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ফ্রান্সের অভিযানে অন্যান্য ৩৪ জনের সাথে কৌফা নিহত হয়েছেন। এদিকে একিউআইএম প্রধান আব্দেলমালেক দ্রুকদেল জানান, হামলার সময় তিনি সেখানে ছিলেন না। ফ্রান্সের ওই হামলায় তিনি নিহত বা আহত হননি।
মালি ও ফরাসি কর্তৃপক্ষ জানায়, মালির মধ্যাঞ্চলে ফরাসি বাহিনীর নেতৃত্বে চালানো অভিযানে আমাদু কৌফা নিহত হন।
ফরাসি সামরিক বাহিনী জানায়, গত ২৩ নভেম্বর তারা জিহাদি নেতা কৌফার শক্তিশালী ঘাঁটি মালির মধ্যাঞ্চলে অভিযান চালায়। সে সময়ে কৌফা নিহত হয়। এছাড়া মালির সামরিক সূত্র কৌফার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলো।