নির্বাচনী প্রচারণা শুরু করতে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর

330

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রাজধানী ত্যাগ করেছেন।
শেখ হাসিনা সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।
তিনি আজ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর দুপুর সাড়ে ১২টায় তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
আওয়ামী লীগ সভাপতি বিকেলে জেলার কোটালিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।
আওয়ামী লীগ সভাপতি ১৩ ডিসেম্বর ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা ও ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ ও ঢাকার সাভার বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মঙ্গলবার সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।