আজ ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন

667

ঢাকা, ১১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বিশ্বের ১৪টি দেশের শাটলারদের নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ-ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ ২০১৮’ প্রতিযোগিতা।
স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, বাহরাইন, মরিশাস ও ভিয়েতনাস, যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়ার মোট ৯৪ জন পুরুষ এবং ৫৭ জন নারীসহ মোট ১৫১ জন শাটলার প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন।
এ উপলক্ষে আজ দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার এসময় উপস্থিত ছিলেন।
আজ বিকেল ৪টায় পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।