বাসস দেশ-৩০ : জ্ঞানবিজ্ঞানে ইসলামের অবদান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

567

বাসস দেশ-৩০
সেমিনার-আবদুল মান্নান
জ্ঞানবিজ্ঞানে ইসলামের অবদান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে : ইউজিসি চেয়ারম্যান
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, জ্ঞানবিজ্ঞানে ইসলামের অবদান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে।
তিনি বলেন, মাদরাসার উন্নয়নে বর্তমান সরকার ১ হাজার ৬ শ’ ৮১টি মাদরাসায় ছয় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন।
তিনি আজ মাদরাসায় জ্ঞানচর্চা বৃদ্ধি ও উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ‘ফাজিল অনার্স শিক্ষার গুণগতমান উন্নয়ন, পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
সেমিনারে প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সকলের সহযোগিতায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, দক্ষিণ এশিয়ায় প্রথম ইসলামি আরবি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে আলেম মুফাসসির এবং বিশ্বমানের জনগোষ্ঠি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বাসস/সবি/এসই/২১১২/জেহক