মেহেরপুরে কেমিক্যালযুক্ত ১৫ মণ আম ধ্বংস ব্যবসায়ীর জেল

280

মেহেরপুর, ২৫ মে, ২০১৮ (বাসস) : জেলার মুজিবনগরে আমে কেমিক্যাল স্প্রে করায় আব্দুস সামাদ নামের এক ব্যবসায়ীর ২ দিনের জেল ও ১৫ মণ আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত আব্দুস সামাদ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শান্তারগা গ্রামের মৃত তনু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার শিবপুর কবরস্থানের পাশের আমবাগানের ভেতর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জানান, হিমসাগর আম আগামী ২৮ মে থেকে বাজারজাত করার কথা। তার আগেই জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে অপরিপক্ক ১৫ মণ হিমসাগর আমে কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করার প্রক্রিয়া চালানোর অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় আম ধ্বংস করে ব্যবসায়ী আব্দুস সামাদকে ২ দিনের জেল দেয়া হয়েছে।