বাসস দেশ-২৬ : জাতীয় পার্টির তালিকা নিয়ে মহাজোটে বিভ্রান্তির কোন সুযোগ নেই : জাপা মহাসচিব রাঙ্গা

327

বাসস দেশ-২৬
জাপা-সাংবাদিক-মতবিনিময়
জাতীয় পার্টির তালিকা নিয়ে মহাজোটে বিভ্রান্তির কোন সুযোগ নেই : জাপা মহাসচিব রাঙ্গা
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোটের সাথে আলোচনা করেই জাতীয় পার্টির তালিকা করা হয়েছে। মহাজোটে বিভ্রান্তির কোন সুযোগ নেই।
আজ সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, একাদশ জাতীয় নির্বাচন সবার অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। জাতীয় পার্টির ২৯ জন মহাজোটের প্রার্থী হিসেবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ১৩২ জন প্রার্থী উন্মুক্তভাবে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। প্রার্থীতা নিয়ে যেনো কোন বিভ্রান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের অনুরোধেই তিনি তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাননি। তিনি বলেন, ‘স্যার যখন খুশি তখনই দেশের বাইরে যেতে পারেন।’
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ হাফিজ উদ্দিন, অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম,এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, মজিবুর রহমান সেন্টু, সফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২০১০/কেএমকে