বাসস বিদেশ-৬ লিড : ইতালির নাইটক্লাবে আগুন আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

141

বাসস বিদেশ-৬
ইতালি-দুর্ঘটনা-লিড
ইতালির নাইটক্লাবে আগুন আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু
রোম, ৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইতালির মধ্যাঞ্চলীয় আনকোনার কাছে একটি নাইটক্লাবে রোববার মধ্যরাতের পর পদদলিত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।
দমকল কর্মীরা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
দমকল বিভাগ টুইটারে এক বিবৃতিতে জানায়, ‘দাহ্য পদার্থের গন্ধে সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।আতঙ্কিত মানুষ হুড়োহুড়ি করে বেরোতে গেলে এই পদদলনের ঘটনা ঘটে। দুঃখজনকভাবে এই ঘটনায় ছয় জনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’
স্থানীয় খবরে বলা হয়েছে, জনপ্রিয় ইতালীয় র‌্যাপ সঙ্গীত শিল্পী স্ফেরা এবাস্টার কনসার্ট উপভোগ করতে প্রায় ১ হাজার লোক আড্রিয়াটিক উপকূলের কোরিনাল্ডো শহরে ব্লু ল্যান্ট্রেন ক্লাবে জড়ো হয়।
স্থানীয় সময় রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৬ বছর বয়সী এক কিশোর গণমাধ্যমকে বলে, ‘আমরা নাচছিলাম এবং কনসার্টটি শুরুর জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় আমরা দাহ্য পদার্থের ঝাঁঝালো গন্ধ পাই।’
কিশোরটি আরো বলে, ‘আমরা একটি জরুরি বহিঃগমনের দিকে ছুটে গিয়েছি। কিন্তু সেটি বন্ধ ছিল। বাউন্সাররা আমাদের ফিরে আসতে বলে।’
বাসস/ কেএআর/১৩৪০/এমএবি