ঢাবি জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের বৃত্তি প্রদান

312

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮’ হলের অক্টোবর স্মৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার এবং জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত।
এ সময় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের সত্যিকার দেশপ্রেমিক, বিনয়ী, অসাম্প্রদায়িক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। পাশাপাশি দেশে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে রাধাকান্ত মজুমদার স্মৃতি বৃত্তি, সরোজিনী মজুমদার স্মৃতি বৃত্তি, অনিন্দ্য মজুমদার স্মৃতি বৃত্তি, নরেন্দ্র নাথ রায় স্মৃতি বৃত্তি, পার্থ সারথি দেবনাথ (অনিক) স্মৃতি বৃত্তি, অতুল চন্দ্র দত্ত স্মৃতি বৃত্তি, মনীন্দ্র চন্দ্র পোদ্দার স্মৃতি বৃত্তি এবং জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।