বাসস প্রধানমন্ত্রী-৩ (দ্বিতীয় কিস্তি) : ভোট কারচুপি করে নির্বাচনে জেতার কোন অভিপ্রায় সরকারের নেই : প্রধানমন্ত্রী

878

বাসস প্রধানমন্ত্রী-৩ (দ্বিতীয় কিস্তি)
শেখ হাসিনা-ভোট
ভোট কারচুপি করে নির্বাচনে জেতার কোন অভিপ্রায় সরকারের নেই : প্রধানমন্ত্রী

দেশের আরো উন্নয়নের লক্ষ্যে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় এলে তারা আবারো দেশকে ধ্বংস করবে।
তিনি বলেন, ‘সুতরাং আমরা খুনি ও যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী শক্তি ও আগুন সন্ত্রাসীদের দলকে ক্ষমতায় দেখতে চাই না।’
তিনি আরো বলেন, ‘তারা (স্বাধীনতাবিরোধী শক্তি) ক্ষমতায় এলে আবারো দেশকে (অতীতের মতো) ধ্বংস করবে। কিন্তু আমরা ধ্বংসের দিকে যেতে চাই না। আমরা চাই অগ্রগতির দিকে এগিয়ে যেতে।’
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে চলমান উন্নয়ন কর্মকা- শেষ করা হবে না। ‘স্বাধীনতাবিরোধী শক্তি এসব কাজ শেষ করবে না। কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’
প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের অগ্রগতি এবং জনগণ ভালো থাকুক তা চায় না, কেন তারা তা করবে? ‘কিন্তু আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই। আর এজন্য সরকারের ধারাবাহিকতা অত্যাবশ্যক।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, ‘আমরা ২০৭১ সালে আমাদের শতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা করেছি এবং ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ গ্রহণ করেছি। ততদিন আমরা বেঁচে না থাকতে পারি কিন্তু আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উপযুক্ত পরিকল্পনা রেখে যেতে চাই।’
চলবে/-বাসস/এসএইচ/অনুবাদ-এইচএন/এফএন/২৩৫০/মমআ/-এবিএইচ