আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরেছে যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’

693

ঢাকা, ২৪ মে, ২০১৮ (বাসস) : ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়া ‘থার্ড মাল্টিলেটারাল নেভাল এক্সাসাইজ কমোডোতে (এমএনইকে-২০১৮) অংশগ্রহণ শেষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে।
এসময় নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায় বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক সহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, গত ৪ থেকে ৯ মে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।
এই মহড়ায় সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল অংশগ্রহণ করেন। তাছাড়া অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামানের নেতৃত্বে সর্বমোট ২৬৯ জন উক্ত নৌ মহড়ায় যোগদান করে। জাহাজটি যাত্রাপথে গত ২৪ হতে ২৭ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং-এ এবং দেশে ফেরার পথে ১৬ হতে ২০ মে থাইল্যান্ডের ফুকেট বন্দরে শুভেচ্ছা সফরে যায়।
নৌবাহিনী যুদ্ধ জাহাজের এ ধরণের মহড়ায় অংশগ্রহণ বহিঃর্বিশে¡ দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক সুসম্পর্ক জোরদার করবে বলে আইএসপিআর আশা করছে।
উল্লেখ্য, মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ গত ১৮ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করে।