প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ পাইলটস’ এসোসিয়েশনের অভিনন্দন

687

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পাইলটস’ এসোসিয়েশন।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বহরে দ্বিতীয় নতুন বিমান বোয়িং ৭৮৭ -৮ (হংস বলাকা) সংযোজিত হওয়ায় এবং নতুন বিমান পরিদর্শন করায় বাংলাদেশ পাইলটস এসোসিয়েশন এই অভিনন্দন জানায়।
বাংলাদেশ পাইলটস’ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান আজ এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয় এই এয়ার লাইন্সের প্রতি আপনার অগাধ ভালবাসা ও সহযোগিতা আমরা প্রতিনিয়ত অনুধাবন করি। আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপে বিমান সংস্থার জন্য বিশ্বের সর্বাধুনিক ১০টি উড়োজাহাজ ক্রয়ের মধ্য দিয়ে ইতোমধ্যে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে এই জাতীয় সংস্থায়। এরইমধ্যে অষ্টম উড়োহাজাজটি সংজোজিত হলো। আরো দুটি সংযোজনের অপেক্ষায়। অতীতের মতো ভবিষ্যতেও আপনার সুদৃঢ় নেতৃত্ব আমাদের জন্য আশির্বাদ হয়ে থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসোসিয়েশনের সদস্যদের পক্ষে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।