উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই : আসাদুজ্জামান নূর

382

নীলফামারী, ৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই চলমান উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আজ সন্ধ্যায় নীলফামারী শহরে প্রান্ত পল্লী ক্লাবের উদ্যোগে উদয়ন শিশু বিদ্যাপীঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
পল্লী প্রান্ত ক্লাবের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, প্রবীণ শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ, ক্লাবের উপদেষ্ঠা সাবেক সংসদ সদস্য মো. জোনাব আলী, তাসকিনা রহমান, কবি মনি খন্দকার প্রমুখ।
আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরের উন্নয়নে সেখানে ২১টি কারনায় ৩২ হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। ক্ষমতায় থাকলে আগামী দুই বছরের মধ্যে ৫০ হাজার শ্রমিক কাজ কাজ করবেন।
তিনি বলেন, এক সময় মালেশিয়ার ছাত্ররা আমাদের দেশে পড়তে আসতো। আর আজ তারা এতো উন্নত যে, সেই দেশে এখন আমাদের ছেলে মেয়েরা চাকুরি করতে যায়। কারণ তারা একাধিকবার সরকার পরিবর্তন করেন না। ওই দেশের সরকার প্রধান মাহাথির বিন মোহাম্মদ একটানা ২১ বছর ক্ষমতায় ছিলেন।
মন্ত্রী বলেন, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই সেখানেও একই অবস্থা তারা র্দীঘ সময় এক সরকারকে ক্ষমতায় রেখে দেশ পরিচালনার সুযোগ করে দেন। এজন্যই তাদের উন্নয়ন থেমে থাকে না। সরকারের পরিবর্তন হলে চলমান উন্নয়ন থেমে যায়।