বাসস ক্রীড়া-৯ : ইসলামী ব্যাংক ইস্ট জোনের লিডের পরও এগিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন

339

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিসিএল
ইসলামী ব্যাংক ইস্ট জোনের লিডের পরও এগিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন
বগুড়া, ৬ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের তৃতীয় রাউন্ডে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে এগিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন। ৮ উইকেট হাতে নিয়ে ৭১ রানে এগিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন।
প্রথম ইনিংসে ১৮৬ রানে অলআউট হলে ৬৮ রানের লিড পায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। কারণ প্রথম ইনিংসে ১১৮ রান করেছিলো ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ১৩৯ রান করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনই অলআউট হয় ওয়ালটন সেন্ট্রাল জোন। দিন শেষে ১ উইকেটে ৩৭ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। তবে শহীদুল ইসলামের বিধ্বংসী বোলিং-এ ১৮৬ রানে গুটিয়ে যায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। দলের পক্ষে মাহমুদুল হাসান ৪১, মাহিদুল ইসলাম অঙ্কন ৩৪ ও অধিনায়ক ফরহাদ রেজা ২৭ রান করেন। শহীদুল ৬২ রানে ৫ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে পিনাক ঘোষের অপরাজিত ৫২ ও আব্দুল মাজিদের ৬৭ রানে সুবাদে ভালো অবস্থায় রয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
বাসস/এএসজি/এএমটি/১৮৪৫/মোজা/স্বব