সানা বিমানবন্দর বন্ধ করে দেয়ার হুমকি ইয়েমেনি বিদ্রোহীদের

254

সানা, ৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস): হুতি বিদ্রোহীদের শীর্ষ এক কর্মকর্তা হুমকি দিয়ে বলেছেন, সুইডেন বৈঠকে সানা বিমানবন্দর পুনরায় পুরোপুরি খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলে তারা জাতিসংঘের বিমানকে এটি ব্যবহার করতে দেবে না।
বৃহস্পতিবার মোহাম্মদ আলী আল হুতি এক টুইট বার্তায় বলেন, ‘সুইডেনের শান্তি আলোচনায় সানার বিমানবন্দর ইয়েমেনের জনগণের জন্যে খুলে দেয়ার সিদ্ধান্ত না হলে আমি রাজনৈতিক পরিষদ ও সরকারের (বিদ্রোহী) প্রতি সব ধরণের বিমান উঠানামার জন্যে এটি বন্ধ করে দেয়ার আহ্বান জানাচ্ছি।’
ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের মধ্যস্থতায় সুইডেনে দেশটির যুদ্ধরত সকল পক্ষকে নিয়ে বৃহস্পতিবার বৈঠক শুরু হয়েছে।