ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

289

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০১৮(বাসস) : বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
আজ সাক্ষাৎকালে ঢাকাস্থ ইরান দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি মেহদী তোরাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান সহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং ইরানের মধ্যে অধিক হারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাংস্কৃতিক দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানোলজি ফাউন্ডেশনের মধ্যে যৌথ গবেষণা প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজে অধ্যয়নরত ইরানী শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের ব্যাপারে রাষ্ট্রদূত উপাচার্যের সহযোগিতা চান। উপাচার্য এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
উপাচার্য বলেন,দু’দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।