বাসস ক্রীড়া-৯ : ৭ উইকেট হাতে নিয়ে ১৩৫ রানে পিছিয়ে পাকিস্তান

327

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-আবুধাবি টেস্ট
৭ উইকেট হাতে নিয়ে ১৩৫ রানে পিছিয়ে পাকিস্তান
আবুধাবি, ৪ ডিসেম্বর ২০১৮ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৭৪ রানে অলআউট করে দেয় পাকিস্তানের বোলাররা। ৫ উইকেট নিয়ে সফল বোলার পাকিস্তানের বিলাল আসিফ। জবাবে নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ৩ উইকেটে ১৩৯ রান করেছে পাকিস্তান।
আবুধাবিতে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২২৯ রান করে নিউজিল্যান্ড। বিজে ওয়াটলিং ৪২ ও উইলিয়ামস সমারভিল ১২ রানে অপরাজিত ছিলেন। সমারভিল ১২ রানে থামলেও, নিউজিল্যান্ডকে রান উপহার দিয়েছেন ওয়াটলিং। টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। হাফ-সেঞ্চুরির পরও লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের সহায়তায় দলকে ২৭৪ রানের পুঁিজ এনে দেন ওয়াটলিং। শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্টকে শিকার করে নিউজিল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন পাকিস্তানের ডান-হাতি অফ-স্পিনার বিলাল আসিফ। তবে অন্যপ্রান্তে ৪টি চারে ২৫০ বল মোকাবেলা করে ৭৭ রানে অপরাজিত থাকেন ওয়াটলিং। ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নেন আসিফ। ৫ ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন আসিফ। এছাড়া ইয়াসির শাহ ৩টি উইকেট নেন।
মধ্যাহ্ন-বিরতির ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে পাকিস্তান। কিন্তু দশম বলে ওপেনার মোহাম্মদ হাফিজকে হারিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় তারা। বিরতির পর ফিরে এসেও উইকেট হারাতে হয় তাদের। আরেক ওপেনার ইমাম উল হক করেন ৯ রান। দু’জনকেই শিকার করেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট।
১৭ রানে ২ উইকেট হারিয়ে ক্ষাণিকটা চাপে পড়ে যায় পাকিস্তান। তবে বেশিক্ষণ নয়। কারন উইকেটের সাথে দ্রুত মানিয়ে নিয়ে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আজহার আলী ও হারিস সোহেল। দু’জনের ব্যাটিং নৈপুণ্যে ২ উইকেটে ৮১ রান নিয়ে চা-বিরতিতে যায় পাকিস্তান।
তবে চা-বিরতি থেকে ফেরার কিছুক্ষণ বাদে পাকিস্তান শিবিরে তৃতীয় আঘাত হানেন নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার টিম সাউদি। ৯১ বলে ২টি চারে ৩৪ রান করে সাউদিও শিকার হন সোহেল।
৮৫ রানে সোহেলের বিদায়ে, পাকিস্তানের বিপদ বাড়ায়নি। কারণ পাঁচ নম্বরে নামা আসাদ শফিককে নিয়ে দিনের বাকী সময়টুকু শেষ করেন আজহার। ৭০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩২তম হাফ-সেঞ্চুরি তুলে ৬২ রানে অপরাজিত আছেন আজহার। ১৬৯ বল খেলে ৪টি চার মারেন তিনি। আজহারের মত সমানসংখ্যক বাউন্ডারিতে ৮৫ বলে ২৬ রানে অপরাজিত আছেন শফিক। নিউজিল্যান্ডের বোল্ট ৩৯ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ২৭৪/১০, ১১৬.১ ওভার (উইলিয়ামসন ৮৯, ওয়াটলিং ৭৭*, আসিফ ৫/৬৫)।
পাকিস্তান প্রথম ইনিংস : ১৩৯/৩, ৬১ ওভার (আজহার ৬২*, সোহেল ৩৪*, বোল্ট ২/৩৯)।
বাসস/এএসজি/এএমটি/১৯২৫/মোজা/স্বব