বাসস দেশ-১৩ : হোলি আর্টিজানে হামলার ঘটনায় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর প্রশংসায় ইতালির বিদায়ী রাষ্ট্রদূত

314

বাসস দেশ-১৩
ইতালি- রাষ্ট্রদূত
হোলি আর্টিজানে হামলার ঘটনায় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর প্রশংসায় ইতালির বিদায়ী রাষ্ট্রদূত
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকায় নিযুক্ত ইতালির বিদায়ী রাষ্ট্রদূত মারিও পালমা হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনায় কার্যকর ব্যবস্থা নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন।
তিনি বলেন, ঢাকায় তার দায়িত্বপালনকালে হোলি আর্টিজানে হামলার ঘটনা দুঃখজনক। তিনি আজ এখানে পররাষ্ট্র মন্ত্রনালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন।
রাষ্ট্রদূত মারিও পালমা এ ঘটনায় বিচার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ২০১৬ সালের ১ জুলাই রাজধানীতে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় ৯ জন ইটালি নাগরিক নিহত হন।
বৈঠকে দু’দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যকার বর্তমান সুসম্পর্ক আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
ইতালির বিদায়ী রাষ্ট্রদূত পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয় পত্র পেশ করেন। ঢাকায় তার দায়িত্ব পালনের মেয়াদ শেষে জানুয়ারি মাসের প্রথম দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে।
বাসস/টিএ/অমি/১৮৫০/কেএমকে