সার্ক আর্টিস্ট ক্যাম্প-২০১৮ আগামীকাল কলম্বোতে শুরু হবে

558

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : শ্রীলংকার রাজধানী কলম্বোতে আগামীকাল ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ সার্ক আর্টিস্ট ক্যাম্প-২০১৮’। এই ক্যাম্প চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
এই ক্যাম্পে যোগদানের লক্ষ্যে বাংলাদেশের শিল্পীদের একটি প্রতিনিধি দল আজ সকালে কলম্বোর ্উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিনিধি দলটিতে ছয়জন শিল্পী রয়েছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম দলটির নেতৃত্ব দিচ্ছেন।
তিনি জানান, দলের অন্যান্য শিল্পীরা হচ্ছেন- শিল্পী সামিনা নাফিজ, শিল্পী সুশান্ত কুমার অধিকারী, শিল্পী হারুন অর রশিদ, শিল্পী নাজমুন নাহার ও শিল্পী মোহাম্মদ শামসুল হক।
বাংলাদেশের দলনেতা আশরাফুল আলম বাসসকে জানান, আগামীকাল সকালে কলম্বোতে ‘সার্ক আর্টিস্ট ক্যাম্প-২০১৮’ উদ্বোধন করা হবে। ক্যাম্পে সার্ক দেশগুলো থেকে প্রায় অর্ধশত শিল্পী অংশ নেবেন। কলম্বো ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে শিল্পীরা ছবি আঁকবেন। ক্যাম্পে আঁকা ছবিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে অংশগ্রহণকারী বাংলাদেশি শিল্পীরা আগামী ৭ ডিসেম্বর দেশে ফিরবেন বলে শিল্পকলা একাডেমি থেকে বাসসকে জানানো হয়।