চুয়েটে পিএইচডি এমফিল ও মাস্টার্স কোর্সে ভর্তি শুরু

490

ঢাকা, ২৩ মে, ২০১৮ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৮টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটের অধীনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পিএইচডি, এমফিল ও মাস্টার্স কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের আগামী ২৫ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের স্ব-স্ব বিভাগ ও ইনস্টিটিউটে আগামী ১০ জুলাই সাক্ষাৎকার শেষে ২২ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জুলাই। নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন হবে আগামী ১৮ জুলাই এবং ১৯ জুলাই।
ভর্তি সংক্রান্ত আবেদন ফরম, যোগ্যতা ও ভর্তি নির্দেশিকা চুয়েটের ওয়েবসাইট http://www.cuet.ac.bd/ -এ পাওয়া যাবে।
ভর্তিযোগ্য বিভাগ ও ইনস্টিটিউটসমূহ হলো- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ডিজেস্টার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এবং ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ।