চীনের ইউনানে নেভানো হয়েছে দাবানল

313

কুনমিং, ২৩ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি বনাঞ্চলের দাবানল বুধবার সকালে নিভিয়ে ফেলা হয়েছে। দাবানলে ৪০ হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মঙ্গলবার দালি নগরীর ইয়ুনলাং গ্রামে এ দাবানল শুরু হয়। স্থানীয় সশস্ত্র পুলিশ, বন পুলিশ, মিলিশিয়া ও দমকল বাহিনীর প্রায় ১৫শ’ সদস্য দাবানল মোকাবেলায় মোতায়েন করা হয়। পাশাপাশি তিনটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়। সকলের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দাবানলের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।