বাজিস-৪ : নড়াইলে গলদা চাষীদের সমাবেশ

124

বাজিস-৪
নড়াইল-সমাবেশ
নড়াইলে গলদা চাষীদের সমাবেশ
নড়াইল, ২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় সফল প্রকল্পের গলদা চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলার মুলিয়া সফল চিংড়ি সংগ্রহ কেন্দ্রে নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংরেকজ (সফল-২) কর্মসূচির আওতায় উত্তম পদ্ধতিতে চিংড়ি উৎপাদন, আহরণ ও বাজারজাতকরণ সম্পর্কে চাষীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম এনামুল হক, প্রকল্পের ফিল্ড অর্গানাইজার দিলীপ সরকার, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তহিদুল ইসলাম,এম ইউ সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস,গলদা চিংড়ি পরিবেশক উত্তম সরকার,মৎস্য চাষী সোনিয়া বিশ্বাস,আশীষ পাল।
সমাবেশে চাষীরা গলদা চাষের কারিগরি বিষয়,বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য প্রাপ্তি সম্পর্কে মতামত পেশ করেন।
বাসস/সংবাদদাতা/১৬৩৫/মরপা