আমেরিকান উপন্যাসিক ফিলিপ রোথের মৃত্যু

405

নিউইয়র্ক, ২৩ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমেরিকান সাহিত্যের প্রভাবশালী ব্যক্তিত্ব উপন্যাসিক ফিলিপ রোথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্টে এ খবর প্রকাশ করা হয়। খবর এএফপি’র।
নিউইয়র্কার ম্যাগাজিন প্রথম তার মৃত্যুর খবর দিয়ে জানায়, ফিলিপ রোথ মারা গেছেন। ‘আমেরিকান পাস্টোরাল’ উপন্যাসের জন্য তিনি ১৯৯৮ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।
এছাড়াও তার বিখ্যাত উপন্যাস ‘আই ম্যারিড এ কমিউনিস্ট’ (১৯৯৮) এবং ‘দ্য হিউম্যান স্ট্রেইন (২০০০)। সাহিত্যে তিনি বহু পুরস্কার পেয়েছেন।
ফিলিপ রোথের জন্ম ১৯৩৩ সালের ১৯ মার্চ। রোথের পিতামহ ছিলেন ইউরোপিয়ান ইহুদি। তিনি আমেরিকার অভিবাসী ছিলেন।