জয়পুরহাটে প্রায় ৩৪ কোটি টাকা রাজস্ব আদায়

532

জয়পুরহাট, ২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস জয়পুরহাট সার্কেল ২০১৭-১৮ অর্থ বছরে বিভিন্ন খাত থেকে ৩৩ কোটি ৮৩ লাখ ৬ হাজার টাকা রাজস্ব আদায় করেছে।
রাজস্ব অফিস সূত্র বাসস’কে জানায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস জয়পুরহাট সার্কেল মূলত তিনটি খাত থেকে রাজস্ব আদায় করে থাকে। খাতগুলোর মধ্যে রয়েছে পণ্য খাত, সেবা খাত ও উৎস কর। ২০১৭-১৮ অর্থ বছরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস জয়পুরহাট সার্কেল পণ্য খাতে ২ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকা, সেবা খাতে এক কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা ও উৎস কর হিসেবে ২৯ কোটি ৮১ লাখ ৪৮ হাজার টাকা আদায় করেছে। চলতি ২০১৮-১৯ অর্থ বছরের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস জয়পুরহাট সার্কেল ৪৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট জয়পুরহাট সার্কেল অফিসের বিভাগীয় কর্মকর্তা জাহিদুর রহমান বাসস’কে জানান, পণ্য খাত, উৎস কর ও সেবা খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করার জন্য মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা চালানোসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা।