বাসস দেশ-৩৩ : নির্বাচন পর্যন্ত টঙ্গী ইজতেমা মাঠে কোন সভা-সমাবেশ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

603

বাসস দেশ-৩৩
কামাল-ইজতেমা-বৈঠক
নির্বাচন পর্যন্ত টঙ্গী ইজতেমা মাঠে কোন সভা-সমাবেশ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন. আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তুরাগ তীরের টঙ্গী ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমার প্রস্তুতির জন্য কাউকে কোন ধরনের সভা-সমাবেশ করতে দেয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আগামী এক মাস বিশ্ব ইজতেমা মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, ধর্ম বিষয়ক সচিব মো. আনিসুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/এসএএস/এফএইচ/এমএএস/২১১৫/কেএমকে