নাটোরসহ দেশের ৬৮টি ইউনিটে রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যদের ডাটাবেজ তৈরি হচ্ছে

389

নাটোর, ১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : নাটোরসহ দেশের ৬৮টি ইউনিটের রেড ক্রিসেন্ট সোসাইটির ৮৭ হাজার আজীবন সদস্যদের ডাটাবেজ তৈরীর কাজ চলছে। ডাটাবেজ তৈরির পাশাপাশি সদস্যদের ছবিসহ পরিচয়পত্র প্রদানের কার্যক্রমও চলছে।
আজ শনিবার নাটোর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য জানান নাটোর ইউনিটের সম্পাদক জালাল উদ্দিন। তিনি বলেন, কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী ও সদস্য পরিচয়পত্র প্রদানের মাধ্যমে সদস্যরা স্বীকৃতি লাভ করে অনুপ্রাণিত হবেন।
ইউনিটের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ইউনিটের নিজস্ব ব্লাড ব্যাংকের মাধ্যমে নিরাপদ রক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে নাটোর ইউনিট সারাদেশে অগ্রগামী। এছাড়া বিভিন্ন দিবস উদযাপনসহ বিগত এক বছরে গরম কাপড় বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন উল্লেখযোগ্য।
বার্ষিক সাধারণ সভায় ইউনিট লেভেল অফিসার ইউনিটের কর্মপরিকল্পনা তুলে ধরেন। রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান সভা প্রধানের দায়িত্ব পালন করেন। নাটোর ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ সভায় উপস্থিত থেকে ইউনিটের কার্যক্রমকে আরো বেগবান করার পরামর্শ প্রদান করেন।