বাসস ক্রীড়া-১৬ : নাটকীয়ভাবে ড্র হলো বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যাচ

326

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিসিএল
নাটকীয়ভাবে ড্র হলো বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যাচ
বগুড়া, ১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের দ্বিতীয় রাউন্ডে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যাচটি নাটকীয়ভাবে ড্র হলো। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য বিসিবি নর্থ জোনের দরকার ছিলো ২৭৭ রান, ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রয়োজন ছিলো ৯ উইকেট। ওয়ালটন সেন্ট্রাল জোনের দেয়া ২৮৪ রানের টার্গেটে ৯ উইকেটে ২৫৫ রান করে বিসিবি নর্থ জোন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দলীয় ২৫০ রানে নবম উইকেট হারায় বিসিবি নর্থ জোন। তখন ওভার ছিলো ৭৭ দশমিক ৪। এরপর বিসিবি নর্থ জোনের জাতীয় দলের খেলোয়াড় সাব্বির রহমান ও শেষ ব্যাটসম্যান এবাদত হোসেন ৮০ দশমিক ৩ ওভার পর্যন্ত ব্যাট করে ম্যাচটি ড্র করেন। সাব্বির ২৬ ও এবাদত শুন্য রানে অপরাজিত ছিলেন। ওয়ালটন সেন্ট্রাল জোনের আবু হায়দার ৬ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বিসিবি নর্থ জোনের এবাদত হোসেন।
বাসস/এএসজি/এএমটি/১৯০৫/মোজা/স্বব