দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করছে আফগানিস্তান

274

দুবাই, ১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আগামী ফেব্রুয়ারী-মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করবে আফগানিস্তান।
ভারতীয় শহর দেরাদুনে এ সিরিজ অনুষ্ঠিত হবে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-২০, পাঁচ ওয়ানডে এবং এক মাত্র টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে স্বাগতিক আফগানিস্তান।
টেস্ট মর্যাদা পাওয়ার পর উভয় দলই লংগার ভার্সনে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। বিদেশের মাটিতে এটা হবে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। ২০১৮ সালের শুরুতে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলেছিল আইরিশরা। পক্ষান্তরে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলেছিল আফগানিস্তান।
সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আফগানিস্তান- আয়ারল্যান্ড সিরিজের সূচি:
২৩ ফেব্রুয়ারী ২০১৯: ১ম টি-২০
২৪ ফেব্রুয়ারী ২০১৯: ২য টি-২০
২৬ ফেব্রুয়ারী ২০১৯: ৩য় টি-২০
২ মার্চ ২০১৯: ১ম ওয়ানডে
৪ মার্চ ২০১৯: ২য ওয়ানডে
৭ মার্চ ২০১৯: ৩য় ওয়ানডে
৯ মার্চ ২০১৯: ৪র্থ ওয়ানডে
১২ মার্চ ২০১৯: ৫ম ওয়ানডে
১৭-২১ মার্চ ২০১৯: টেস্ট ম্যাচ।