বাসস ক্রীড়া-১৭ : ফলো-অনে পড়ে লড়াই করছে প্রাইম ব্যাংক সাউথ জোন

367

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বিসিএল
ফলো-অনে পড়ে লড়াই করছে প্রাইম ব্যাংক সাউথ জোন
রাজশাহী, ৩০ নভেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের দ্বিতীয় পর্বে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ফলো-অনে পড়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের ৪৭৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৫৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক সাউথ জোন। ফলে ফলো-অনে পড়ে ম্যাচের তৃতীয় ইনিংসেই আবারো ব্যাট হাতে নামে প্রাইম ব্যাংক সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাড়িয়েছে তারা। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৩৫ রান করেছে তারা। তারপরও ১০ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোন।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৮৯ রান করেছিলো প্রাইম ব্যাংক সাউথ জোন। ফলে ৬ উইকেট হাতে রেখে ৩৮৪ রানে পিছিয়ে ছিলো তারা। তৃতীয় দিন ২৫৮ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক সাউথ জোন। ফলে ফলো-অনে পড়ে তারা। দলের পক্ষে মেহেদি হাসান ৮৬, রকিবুল হাসান ৬৬ রান করেন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের এনামুল হক ৪ উইকেট নেন।
ফলো-অনে পড়ে ব্যাট হাতে দুর্দান্ত জবাব দিচ্ছেন প্রাইম ব্যাংক সাউথ জোনের দুই ওপেনার আনামুল হক ও শাহরিয়ার নাফীস। দিন শেষে দু’জনে অবিচ্ছিন্ন আছেন। আনামুল ৬টি চারে ৪৬ ও নাফীস ১২টি বাউন্ডারিতে ৮১ রানে অপরাজিত আছেন।
বাসস/এএসজি/এএমটি/১৯১৫/স্বব