জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ শিগগিরই শুরু

820

ঢাকা, ২২ মে, ২০১৮(বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে শিগগিরই অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।
আজ উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর অগ্রবর্তী মাস্টার প্লান অনুযায়ী ১৪ তলা বিশিষ্ট ডরমিটরি ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য প্রতিটি ১০ তলা বিশিষ্ট দুটি ভবন, ৭ তলা বিশিষ্ট আইসিটি ভবন ও ৬ তলা বিশিষ্ট সিনেট ভবন নির্মাণ বিষয়ে কার্যাদেশ প্রদান সংক্রান্ত এক সভায় এ কথা বলা হয়।
উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, স্থাপনাসমূহ নির্মিত হলে দীর্ঘদিনের অবকাঠামোগত শূন্যতার অবসান ঘটবে এবং বিশ^বিদ্যালয় পরিচালন ও একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রে আরো গতিশীলতা আসবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মশিউর রহমান, ডিন, রেজিস্ট্রারসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ^বিদ্যালয়ের এক অনুষ্ঠানে ঢাকাসহ রংপুর, বরিশাল ও চট্টগ্রামে জাতীয় বিশ^বিদ্যালয়ের ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে এসবের ফলক উন্মোচন করেন।