হ্যালো বাংলাদেশ, আই অ্যাম স্টিভেন স্মিথ

422

ঢাকা, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। স্মিথের খেলার বিষয়টি গতকাল নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। আর আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভেলিফাইড অফিসিয়াল পেইজে একটি ভিডিও বার্তা দেন স্মিথ।
সেখানে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি স্টিভেন স্মিথ। বিপিএলে প্রথমবারের মত খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছসিত। আমাকে সুযোগ করে দেয়ার জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধন্যবাদ দিচ্ছি। দলের সাথে যোগ দেয়ার অপেক্ষায় আছি এবং আশা করছি টুর্নামেন্টে ভালো কিছু হবে। দেখা হবে শিগগিরই।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে কেপটাউন টেস্টে বল টেম্পারিং-এ দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন স্মিথ। তবে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলতে কোন বাধা নেই তার। স্মিথের মত আসন্ন বিপিএল মাতাবেন বল টেম্পারিং-এর জন্য নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ার আরেক খেলোয়াড় ডেভিড ওয়ার্নারও। তিনি খেলবেন সিলেট সিক্সার্সে।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।